মথুরাপুরে শিলিগুড়ির কামাখ্যা বিশালাক্ষী মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ। মা লক্ষ্মী তৈরি হয়েছে কয়েক হাজার লঙ্কা দিয়ে।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: শনিবার ২৮,অক্টোবর :: মথুরাপুরের সদিয়াল নজর কাড়া পূজার থিম নিয়ে হাজির হয় প্রতিবছর। এবারও তার ব্যতিক্রম নয়। শিলিগুড়ির কামাখ্যা বিশালাক্ষী মন্দিরের আদলে তৈরি হয়েছে পুজো মণ্ডপ।

মা লক্ষ্মী তৈরি হয়েছে কয়েক হাজার লঙ্কা দিয়ে। পাশাপাশি হোগলা পাতা ও ফুল দিয়ে নির্মাণ হয়েছে লক্ষণের শক্তিশেল আর কয়েক হাজার রাখি দিয়ে তুলে ধরা হয়েছে সীতার বনবাস।

প্রতিমার পিছনে ফুটিয়ে তোলা হয়েছে বালেশ্বর এর ট্রেন দুর্ঘটনা। আজ এই মন্ডপের শুভ উদ্বোধন করবেন সুন্দরবন বিষয়ক মন্ত্রী বঙ্কিমচন্দ্র হাজরা। মথুরাপুর সৌদিয়ান জনকল্যাণ সমিতির সহযোগিতায় আমরা সবাই ভাই ভাই সংঘের এবারে তাদের লক্ষ্মীপূজো ১৭ বছরে পা দিল। কৃষ্ণচন্দ্রপুর গ্রাম পঞ্চায়েতের সদিয়াল গামে ৩০০ মতো মানুষের বাস |

তার মধ্যে কেউ কেউ মৎস্যজীবী আবার কেউ কৃষিজীবী । তারা প্রতিবছর পূজো শেষের মূর্তি বিসর্জন পরের দিন থেকে পরবর্তী বছরের জন্য সারা বছর জমানো টাকা তুলে দেয়া হয় পূজা কমিটির হাতে ।

ওই এলাকায় হিন্দু-মুসলিম দুই সম্প্রদায়ের মানুষের বাস সকলেই কাঁধে কাঁধ মিলিয়ে লক্ষী দেবীর আরাধনা করেন। এই পুজোকে কেন্দ্র করে সৌদিয়াল গ্রামে উৎসবের আবহাওয়া তৈরি হয়। দুর্গাপূজা নয় গ্রামবাসীরা নতুন জামা কাপড় পরেন এই লক্ষ্মী পূজার এক সপ্তাহ ধরে চলা  অনুষ্ঠানে । সাংস্কৃতিক অনুষ্ঠান ও দুঃস্থদের বস্ত্র বিতরণ সহ নানান কর্মসূচি থাকে এই এক সপ্তাহ ধরে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

15 − eight =