সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: মথুরাপুর :: স্যানিটারি ন্যাপকিন শব্দটা এখনও পর্যন্ত বাংলা তথা ভারতে বহু জায়গায় ট্যাবু হিসেবেই রয়ে গেছে বলা চলে। সমাজের নানান অংশে নারীর ঋতুস্রাবই যেন এখনও এক নিষিদ্ধ বিষয়। অথচ স্যানিটারি ন্যাপকিন কিন্তু সর্বস্তরে পরিচিত হওয়ার কথা ছিল নারীদের পিরিয়ডের সময় ব্যবহৃত একটি অতি প্রয়োজনীয় এবং গুরুত্বপুর্ণ উপাদান হিসেবে।ঋতুস্রাব বা পিরিয়ডের মানে হচ্ছে একজন নারী পৃথিবীতে নতুন একটি শিশুকে নিয়ে আসার জন্য প্রস্তুত হচ্ছেন কিংবা হয়েছেন। নতুন একজন শিশু মানে আগামীর পৃথিবীতে মানুষের অস্তিত্ব টিকিয়ে রাখার বাহক। তাই পিরিয়ড মোটেই ট্যাবু হিসেবে থাকার মতো বিষয় নয়।
পিরিয়ডের সময় নারীদের সবচেয়ে প্রয়োজনীয় জিনিস হচ্ছে স্যানিটারি ন্যাপকিন যা তাদের জন্য সময়টাকে রাখে নিরাপদ ও আরামদায়ক। তাই পিরিয়ড এবং স্যানিটারি ন্যাপকিন সম্পর্কে প্রয়োজন বিস্তারিত আলোচনা।
মথুরাপুর কৃষ্ণচন্দ্রপুর বিদ্যালয়ের আমরা অনন্যাকে হারিয়েছে । তাই আর কাউকে যাতে হারিয়ে যেতে না হয় তাই প্রতিবছর বেশ কয়েকবার ছাত্রীদের হাতে বিনামূল্যে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয়।ব্যবহার পদ্ধতি নিয়ে কর্মশালা হয় । শুক্রবার সুকৃতি নামক স্বেচ্ছাসেবী সংগঠনের সহায়তায় বিনামূল্যে এই বিদ্যালয়ের সপ্তম শ্রেণী থেকে দ্বাদশ শ্রেণির প্রায় দু হাজার ছাত্রীদের হাতে স্যানিটারি ন্যাপকিন তুলে দেওয়া হয় ।