নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোচবিহার :: মঙ্গলবার ১৩,জানুয়ারি :: মদনমোহন মন্দিরে পুজো দিতে এলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার দুপুরে কোচবিহারের এবিএন শীল কলেজ ময়দানে কপ্টারে নামেন তিনি।
সেখান থেকে গাড়িতে করে পৌঁছন ঐতিহাসিক মদনমোহন মন্দিরে। অভিষেকের আগমন উপলক্ষে মন্দিরমুখী রাস্তায় সবুজ কার্পেট পাতা হয়েছিল। আগে থেকেই মন্দিরে পুজোর জন্য বিশেষ ডালা প্রস্তুত করে রাখা হয়। সেখানেই পুজো দেন ডায়মন্ড হারবারের সাংসদ।
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সফরকে ঘিরে সকাল থেকেই গোটা এলাকায় কড়া নিরাপত্তার ব্যবস্থা করা হয়। পুলিশ ও প্রশাসনের একাধিক আধিকারিক মোতায়েন ছিলেন। উল্লেখ্য, রাজ্যে গঙ্গাসাগর মেলা শুরু হওয়ায় প্রশাসনিক তৎপরতাও এখন তুঙ্গে।
একদিকে মেলা পরিচালনা, অন্যদিকে রাজনৈতিক কর্মসূচি—সব মিলিয়ে নিরাপত্তা ও ব্যবস্থাপনায় বিশেষ নজর দিচ্ছে প্রশাসন।

