নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বেহালা :: রবিবার ২৬,অক্টোবর :: মদের নেশায় আচ্ছন্ন এক রাত শেষ হলো রক্তাক্ত হত্যাকাণ্ডে। দক্ষিণ কলকাতার ১৭ নম্বর বাসস্ট্যান্ড সংলগ্ন এলাকায় শনিবার গভীর রাতে এক তরুণকে নির্মমভাবে খুন করার অভিযোগ উঠেছে।
প্রাথমিক তদন্তে জানা গেছে, মদের আসরে তুচ্ছ বিষয় নিয়ে বচসার জেরে অভিযুক্ত ব্যক্তি শাবল দিয়ে ওই তরুণের গলায় আঘাত করে। ঘটনাস্থলেই মৃত্যু হয় ভুক্তভোগীর।
স্থানীয় সূত্রে খবর, শনিবার রাত প্রায় ১১টার সময় ১৭ নম্বর বাসস্ট্যান্ডের কাছে কয়েকজন বন্ধু মদের আসর বসিয়েছিল। উপস্থিত প্রত্যক্ষদর্শীরা জানান, হাসি-আড্ডার মাঝেই হঠাৎ দু’জনের মধ্যে কোনো ব্যক্তিগত বিষয় নিয়ে তর্ক বাধে। মুহূর্তের মধ্যে সেই তর্ক রূপ নেয় তীব্র বচসায়।
তর্ক থামার আগেই অভিযুক্ত ব্যক্তি কাছেই থাকা একটি নির্মাণস্থলের শাবল তুলে নিয়ে ভুক্তভোগীর গলায় সজোরে আঘাত করে। রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন তরুণটি। বন্ধুদের কেউ কেউ তখনই চিৎকার করে আশপাশের মানুষকে ডাকতে থাকেন।
দ্রুত ঘটনাস্থলে আসে স্থানীয় থানার পুলিশ। তরুণকে উদ্ধার করে নিকটবর্তী হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করেন।
মৃতের নাম অশোক পাসওয়ান (বয়স আনুমানিক ২৪ বছর) বলে পুলিশ সূত্রে জানা গেছে। অভিযুক্তের নাম অমিত সাহা (বয়স ২৬ বছর), পেশায় রাজমিস্ত্রি। ঘটনার পর থেকেই অমিত পলাতক। পুলিশ অভিযুক্তকে ধরতে তল্লাশি শুরু করেছে।
দক্ষিণ বিভাগের এক সিনিয়র পুলিশ আধিকারিক জানান, “ঘটনাস্থল থেকে রক্তমাখা শাবলটি উদ্ধার করা হয়েছে। প্রাথমিকভাবে মনে করা হচ্ছে, মদের নেশা ও ব্যক্তিগত বিবাদের জেরে এই হত্যাকাণ্ড ঘটেছে। অভিযুক্তকে দ্রুত গ্রেফতারের চেষ্টা চলছে।”
ঘটনার পর থেকে এলাকায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে। স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, “রাতের পর রাতে ওই এলাকায় নেশাগ্রস্তদের আড্ডা বসে। বহুবার অভিযোগ করা হলেও তেমন ব্যবস্থা নেওয়া হয়নি।”
পুলিশ জানিয়েছে, অভিযুক্তের বিরুদ্ধে খুনের মামলা দায়ের করা হয়েছে (IPC ধারা ৩০২)। ঘটনার তদন্তে ইতিমধ্যেই একাধিক সাক্ষীকে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

