নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কৃষ্ণনগর :: বুধবার ০৬,ডিসেম্বর :: নদীয়ার কৃষ্ণনগর কোতোয়ালি থানার অন্তর্গত তেঘরিয়া এলাকায় মদের কাউন্টার বন্ধের দাবিতে ফেস্টুন নিয়ে বিক্ষবে শামিল এলাকার স্থানীয় বাসিন্দারা। বাসিন্দাদের অভিযোগ, এলাকায় মদ বিক্রি হওয়ার কারণে শিশুদের মদের কাউন্টারের নিকটবর্তী চারটি স্কুলে পড়ুয়াদের প্রভাব পড়ছে।

এরপরই এলাকার মানুষ ক্ষোভে ফেটে পড়েন অভিযোগ এটা শুধু আজকের বিষয় নয় সম্প্রতি এর আগেও এই ধরনের ঘটনা ঘটেছে তাই এলাকায় সুস্থ ও শান্ত পরিবেশ গড়তে এলাকার মহিলা সহ গোটা গ্রাম এগিয়ে এলেন । এরপর বিক্ষোভের পরে ওই কাউন্টেরে তালা ঝুলিয়ে দেন এলাকার মহিলারা যদিও এই বিষয়ে সরকারি দপ্তরগুলিতে গতকালই তারা লিখিত অভিযোগ জানিয়েছেন তাদের বক্তব্য এতে যদি কোন সুরাহা না হয় তাহলে আগামী দিনে বৃহত্তর আন্দোলনের পথে হাঁটবে তবে এই ঘটনায় ইতিমধ্যে তদন্ত নেমেছে কৃষ্ণনগর পুলিশ।