নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নলহাটি :: শুক্রবার ৩,জানুয়ারী :: বৃহস্পতিবার রাতে নলহাটি থানার ট্রাফিক পুলিশ নারকেলতলা মোড় বাসস্ট্যান্ড এলাকায় একটি বিশেষ অভিযান চালালেন, মদ্যপ্য অবস্থায় বাইক আরোহী এবং গাড়ির চালকদের বিরুদ্ধে ড্রাঙ্ক অ্যান্ড ড্রাইভ মামলা রুজু করবে বলে জানিয়েছেন ট্র্যাফিক বিভাগের কর্তারা।
নলহাটি থানার ট্রাফিক ওসি বলেন, ‘ মদ্যপান করে গাড়ি বা বাইক চালালে মামলা রুজু করা হবে। এক জন মদ্যপ চালকের ভুলে দুর্ঘটনা ঘটবে, কেউ আহত, কারও প্রাণহানি হবে, এটা বরদাস্ত করা যাবে না।’