নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কোন্নগর :: শনিবার ১৮,জানুয়ারি :: মদ্যপ অবস্থায় মহিলাদের অশ্লীল ছবি তোলা আর সেই ছবি দেখিয়ে ব্ল্যাকমেল সাথে কু প্রস্তাব দেওয়ার অভিযোগে এবার পুলিশের হাতে আটক হলো খোদ প্রাক্তন সিপিএম পুরপ্রধান বাসুদেব ইন্দ্রর ছোট ছেলে রানা ইন্দ্র।আর এই ঘটনা প্রকাশ্যে আসার পরেই উঠেছে নিন্দার ঝড়।
ঘটনা প্রসঙ্গে জানা যায় বৃহস্পতিবার কোন্নগর সুপার মার্কেট এলাকায় নিজের দিদির সাথে দাঁড়িয়ে ছিল এক মহিলা।আর লুকিয়ে সেই মহিলার বিভিন্ন ভাবে ছবি তুলছিল অভিযুক্ত রানা ইন্দ্র।এই ঘটনা দেখতে পেয়ে মহিলার দিদি ওই মহিলাকে জানায়।
আর ঘটনার প্রতিবাদ করলে ওই যুবতীর শ্লীলতাহানি করে বলেও অভিযোগ ওঠে।এরপরেই খবর দেওয়া হয় কোন্নগর ফাঁড়ির পুলিশকে।পুলিশ এসে আটক করে নিয়ে যায় রানাকে।
অভিযোগকারী মহিলা বলেন,তারা প্রায় এই মার্কেটে আসেন আর রানার ঝালমুড়ির দোকান সেখান থেকে মুড়িও খায়।আজকেও সে দাঁড়িয়ে ফোনে কথা বলছিল।আর রানা একটু দূরেই দাঁড়িয়ে ছিল।এরপরেই তার দিদি তাকে বলে দেখ রানা তোর ছবি তুলছে।
এই কথা জানতে পেরেই আমি রানাকে ছবি তোলার প্রতিবাদ করি।তখন রানা নাকি জানায় মহিলাদের বিভিন্ন ছবি তুলতে তার ভালো লাগে।তখন আমি রানার থেকে ফোন কেড়ে নিলে রানা আমার হাত ধরে টানা টানি শুরু করে তখন আমি ভয়ে চিৎকার শুরু করে দি।
তখন স্থানীয়রা এসে রানাকে ধরে ফেলে পুলিশে খবর দেয়।পুলিশ এসে রানাকে নিয়ে যায়।এই ঘটনায় রানার কঠিন শাস্তির দাবি জানাচ্ছি।