নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: মদ্যপ অবস্থায় মোটরবাইক চালিয়ে যাওয়ার সময় একটি সাইকেলে সঙ্গে সংঘর্ষ বাঁধে। এই ঘটনায় আহত হন মোট পাঁচজন। যাদের সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। জানা যাচ্ছে সোমবার আহমেদপুর থেকে সিউড়ির দিকে তিনজন একটি মোটরবাইকে আসছিলেন।তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিলেন। এমন অবস্থায় উল্টোদিকে যাওয়া একটি সাইকেলে ধাক্কা মারেন তারা। ওই সাইকেলে ছিলেন দুজন মহিলা। ঘটনার পর স্থানীয় বাসিন্দারা প্রত্যেককে উদ্ধার করে নিয়ে এসে সিউড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করেন।