নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: মদ খাওয়ার প্রতিবাদ করাতে ব্যাপক মারধর অবসরপ্রাপ্ত এক সেনা জওয়ানকে। গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়েছে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে। জয়দেব স্বর্ণকার নামে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ান তার এক বন্ধু ও বন্ধুর স্ত্রীকে নিয়ে দুর্গাপুরের কল্পতরু মেলাতে গিয়েছিলেন, সাইকেল স্ট্যান্ডে স্কুটি রাখার পর মেলা শেষে বেড়িয়ে স্কুটি নিতে গিয়ে বিপত্তি বাধে।
অভিযোগ সেই সময় সাইকেল স্ট্যান্ডের কর্মীরা মদ খাচ্ছিল, আর এই অন্যায়ের প্রতিবাদ করা মাত্রই সাইকেল স্ট্যান্ডের কর্মীদের একাংশ জনা কয়েক ছেলেকে ডেকে নিয়ে এসে লাঠিসোটা নিয়ে ব্যাপক মারধর করে ঐ অবসরপ্রাপ্ত সেনা জওয়ানকে, তাকে বাঁচাতে গিয়ে আক্রান্ত হন তার বন্ধু গৌতম শীল ও তার স্ত্রী চামেলী শীল।
গুরুতর জখম অবস্থায় দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি করা হয় অবসরপ্রাপ্ত সেনা জওয়ান জয়দেব স্বর্ণকারকে, গুরুতর জখম হন সঞ্জয় শীল ও তার স্ত্রী চামেলী শীল । চামেলী শীলকে প্রাথমিক চিকিৎসার পর ছেড়ে দেওয়া হলেও বাকি দুই জন দুর্গাপুর মহকুমা হাসপাতালে ভর্তি, এদের মাথায় বুকে মুখে আঘাত আছে।
দুর্গাপুরের কোকওভেন থানা থেকে ঢিল ছোড়া দুরত্তে হচ্ছে কল্পতরু মেলা ।রয়েছে সিসিটিভি, এর মধ্যে খোদ মেলার বাইরে এমন দুষ্কৃতীমূলক ঘটনা ঘটলেও কেন পুলিশের হুঁশ বা নজরদারি নেই তা নিয়ে ইতিমধ্যে প্রশ্ন উঠতে শুরু করেছে