নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: শুক্রবার ১১,এপ্রিল :: পূর্ব বর্ধমান জেলার পূর্বস্থলী দু’নম্বর ব্লকের নিমদহ পঞ্চায়েতের মধুপুর এলাকায় রাস্তার পাশ থেকেই বেআইনিভাবে মাটি কাটার অভিযোগ তুলে শুক্রবার জামালপুর ছাতনি রোডে প্রায় ঘন্টাখানেক পথ অবরোধ করলো গ্রামবাসীরা।
গ্রামবাসীদের দাবি কিছু অসাধু ব্যক্তি মাটি কেটে সেই গুলিকে ভাটায় বিক্রি করে করে দিচ্ছে। এতটাই ডিপ করে খাল কাটা হচ্ছে। এলাকার ঘর বাড়ি ধসের মুখে পড়তে পারে। এমনকি বর্ষার সময় বাচ্চা শিশুরা এই এলাকায় গেলে তারা দুর্ঘটনার মধ্যে পড়তে পারে। অবিলম্বে মাটি কাটা বন্ধ হোক এই দাবিতে পথ অবরোধ করে এলাকাবাসী। পূর্বস্থলি থানার পুলিশের আশ্বাসে উঠে পথ অবরোধ।