নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: শনিবার ১,মার্চ :: মধ্যমগ্রামের দোহারয়ায় মা ও শিশুকন্যার ‘রহস্যমৃত্যু’! বিছানা থেকে উদ্ধার হয় ৫ বছরের প্রশংসা রায়ের প্রাণহীন দেহ। ওদিকে রান্নাঘরের মেঝেতে মেলে মা, ২৫ বছরের তরুণী, প্রিয়াঙ্কা রায়ের দেহ।
গতকাল গভীর রাতে দরজা ভেঙে দুজনের দেহ উদ্ধার করা হয়। উদ্ধারের পর মা-মেয়েকে নিয়ে যাওয়া হয় স্থানীয় একটি বেসরকারি হাসপাতালে। সেখানেই চিকিৎসকরা তাদের মৃত বলে ঘোষণা করেন। মা-মেয়ের রহস্যমৃত্যুর ঘটনায় গৃহবধূর স্বামী সুমন রায়কে জিজ্ঞাসাবাদ করছে পুলিস।
যদিও উদ্ধার হয়েছে একটি সুইসাইড নোট। সেই সুইসাইড নোটে উল্লেখ রয়েছে, “আমার মৃত্যুর জন্য কেউ দায়ী নয়।” গৃহবধূর দেহে কেরোসিন তেলের উপস্থিতিও মিলেছে। ময়নাতদন্তের রিপোর্ট আসার পরই মৃত্যুর কারণ সম্পর্কে নিশ্চিত করে জানা যাবে বলে জানিয়েছে পুলিস।