নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বারাসাত :: গত বছর করোনা করোনা বিধি কারণে “খাদি মেলা” করা হয়েছিল একটি ছোট হলে। এবারও করোনা বিধি মেনেই করা হয়েছে মেলার আয়োজন। তবে এবার করোনা বিধি অনুযায়ী “জোনাল খাদি মেলা” হবে উত্তর ২৪ পরগনার মধ্যমগ্রামের সুভাষ ময়দানে। উত্তর ২৪ পরগনার জেলা ও গ্রামীণ খাদি পর্ষদের আধিকারিক তপন জ্যোতি দাস আমাদের প্রতিনিধিকে জানান,”এবারের জোনাল খাদি মেলা শুরু হবে ২ ডিসেম্বর থেকে। চলবে ১৫ ডিসেম্বর পর্যন্ত।
মেলা প্রতিদিন খোলা থাকবে দুপুর ১ টা থেকে রাত ৯ পর্যন্ত।মূলত স্থানীয় হস্ত শিল্প, স্বনির্ভর গোষ্ঠী ও খাদির তৈয়ারী জিনিস মেলায় বিক্রি করা হয়। ইতিমধ্যেই এই মেলা জেলায় জনপ্রিয়তা অর্জন করেছে স্থানীয় সাধারণ মানুষের কাছে।গতবছর ছোট হলে করা হলেও, প্রায় ১ কোটি টাকার ব্যবসা হয়। এবার আরো বেশি হবে বলে আসা করছি।”