নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মধ্যমগ্রাম :: বৃহস্পতিবার ১৩,মার্চ :: মধ্যমগ্রামের পিসি শাশুড়ি হত্যাকাণ্ডের ঘটনায় ফের একবার মধ্যমগ্রামের বিরেশ পল্লীর বাড়িতে নিয়ে আসা হল ফাল্গুনী ঘোষকে। অর্থাৎ এর আগে কলকাতা পুলিশের তরফ থেকে ফাল্গুনীকে নিয়ে আসা হয়েছিল তার বাড়িতে।
পরবর্তীতে কেস ডায়েরি তদন্ত ভার পায় মধ্যমগ্রাম থানার পুলিশ। সে কারণেই মধ্যমগ্রাম থানার তরফ থেকে ফাল্গুনী ঘোষ কে নিয়ে আসা হয় সেই বাড়িতে। পিসি শাশুড়িকে খুন করে কোন ঘরে রাখা হয়েছিল কিভাবে তাকে খুন করা হয়েছিল সে সমস্ত বিষয়টি পুঙ্খানুপুঙ্খভাবে দেখায় মধ্যমগ্রাম থানার পুলিশকে।