মধ্যযুগীয় আইন মালদহের হরিশ্চন্দ্রপুরে !

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :; মালদহ :: শুক্রবার ৩০,মে :: মধ্যযুগীয় আইন মালদহের হরিশ্চন্দ্রপুরে ! পারিবারিক বিবাদ। সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে বাবা-মা ও দু’ছেলে কে বেধরক মারধর এবং পরে ওই পরিবারকে একঘরে করে দেওয়ার নিদান গ্রামের মোড়ল মাতব্বরদের বিরুদ্ধে। রীতিমত মাইকিং করে সামাজিকভাবে বয়কট।

ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়িয়েছে মালদহের হরিশ্চন্দ্রপুর থানার সিমলা এলাকায়। সমাজের আতঙ্কে অসুস্থ হয়ে পড়েছেন বয়স্ক বাবা। হরিশ্চন্দ্রপুর থানার দ্বারস্থ পরিবার।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে,বাড়িতে আত্নীয় আসাকে কেন্দ্র করে মেজো ছেলের সঙ্গে বাবা-মায়ের বিবাদ। গত মঙ্গলবার রাতে সামাজে বাবা-মায়ের নামে বিচার চেয়েছিলেন ছেলে।

সালিশি সভায় উপস্থিত না হওয়ার কারণে পরিবারটিকে বেধরক মারধর করে এবং মসজিদে মাইকিং করে একঘরে করার নিদান গ্রামের মাতব্বরদের বিরুদ্ধে। জখম অবস্থায় বড় ছেলে চাঁচল সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি রয়েছে। অভিযোগ,বাড়ি থেকে বেরোতে পারছেন না পরিবারটি। কেউ এগিয়েও আসছে না সাহায্যের জন্য।

একঘরে করে রাখার নিদানের পর পরিবারের সঙ্গে কেউ যোগাযোগ রাখছেন না। গোয়ালা দুধ দিতে আসেন না। মাঠে ফসলে জল দেওয়া থেকে শুরু করে সমাজের সবকিছু থেকে বঞ্চিত করে দিয়েছেন। অভিযোগ পেয়ে ঘটনার তদন্তে নেমেছে হরিশ্চন্দ্রপুর থানার পুলিস।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × 3 =