নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুর্গাপুর :: রবিবার ৩০,মার্চ :: মনিটরিং অফিসারের বিরুদ্ধে দাদাগিরির অভিযোগ, প্রতিবাদে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে কাজ বন্ধ করে দিলো সাফাই কর্মীরা। অভিযোগ, সমস্যার জট কাটাতে বেশ কয়েকবার দুর্গাপুর নগর নিগমকে জানানো হয়েছে, কিন্তু কাজ হয়নি।
প্রতিবাদে তারা নিজেদের নিরাপত্তার দাবি জানিয়ে কাজ বন্ধ করে দিলো সাফাই কর্মীরা। এর ফলে দুর্গাপুর নগর নিগমের ৩৯ নম্বর ওয়ার্ডের ডিপিএল টাউনশিপে বাড়ি বাড়ি বর্জ্য সংগ্রহ করার কাজ বন্ধ আজ পাঁচদিনে পড়লো।
আলোচনার মাধ্যমে সমস্যা মিটিয়ে নেওয়ার চেষ্টা চলছে দুর্গাপুর নগর নিগমের প্রশাসক মন্ডলী সদস্য ধর্মেন্দ্র যাদবের।