নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ইমফল :: শুক্রবার ১৯,সেপ্টেম্বর :: মণিপুরে নতুন করে সহিংসতার ঘটনা ঘটেছে। আসাম রাইফেলসের একটি ট্রাককে লক্ষ্য করে সশস্ত্র দুষ্কৃতীরা গুলি চালায়। ঘটনায় অন্তত দুইজন নিহত হয়েছেন এবং চারজন গুরুতর আহত অবস্থায় হাসপাতালে ভর্তি আছেন।
সূত্র অনুযায়ী, শুক্রবার দুপুরের দিকে জানা গেছে, অজ্ঞাত পরিচয় এক বন্দুকধারী চূড়াচাঁদপুর ও ইম্ফলের মাঝামাঝি নাম্বোল সাপাল লেইকাই এলাকায় ইম্ফল থেকে বিষ্ণুপুরগামী আসাম রাইফেলসের ছোট ট্রাক লক্ষ্য করে গুলি চালায়।মণিপুরের পাহাড়ি এলাকায় টহলরত অবস্থায় আসাম রাইফেলসের ট্রাকটিকে লক্ষ্য করে হামলা চালানো হয়। আকস্মিক গুলিবর্ষণে ট্রাকে থাকা জওয়ানরা হতভম্ব হয়ে পড়েন। দ্রুত পাল্টা জবাব দেওয়া হলেও হামলাকারীরা জঙ্গলের ভেতর পালিয়ে যেতে সক্ষম হয়।
আহত জওয়ানদের স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছে এবং তাঁদের মধ্যে কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে। সেনা ও পুলিশ মিলে পুরো এলাকা ঘিরে ফেলেছে এবং হামলাকারীদের খোঁজে ব্যাপক অভিযান শুরু হয়েছে।
মণিপুরে গত কয়েক মাস ধরেই অশান্ত পরিস্থিতি বিরাজ করছে। নিয়মিতভাবে সেনা ও আধা-সামরিক বাহিনীকে লক্ষ্য করে হামলার ঘটনা ঘটছে। এ ঘটনায় আবারও রাজ্যের নিরাপত্তা পরিস্থিতি নিয়ে প্রশ্ন উঠছে।
একজন প্রতিরক্ষা কর্মকর্তা জানিয়েছেন, “দেশের নিরাপত্তা রক্ষায় আমাদের জওয়ানরা সবসময় প্রাণপণ চেষ্টা চালাচ্ছেন। এই কাপুরুষোচিত হামলার জবাব অবশ্যই দেওয়া হবে।”