নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সন্দেশখালি :: সোমবার ৫,মে :: উত্তর ২৪ পরগনার বসিরহাট মহাকুমার সন্দেশখালি দুই নম্বর ব্লকের মনিপুর গ্রাম পঞ্চায়েত পুশখালী থেকে মনিপুর পর্যন্ত প্রায় নয় কিলোমিটার রাস্তা দীর্ঘদিন ধরে বেহাল ।
ছোট মাঝারি যানবাহন চললে দুর্ঘটনার মধ্যে পড়তে হয় এমনকি স্কুলের ছাত্র-ছাত্রী থেকে শুরু করে সাধারণ গ্রামবাসীরা প্রায়ই দুর্ঘটনার মধ্যে পড়ে । আর বর্ষার জল পড়লে এক হাঁটু জল দাঁড়িয়ে পড়ে। অটোচালক থেকে সাধারণ মানুষ এবার নতুন রাস্তা দাবিতে টায়ার জ্বালিয়ে প্রতিবাদ বিক্ষোভে সামিল হলো ।অবিলম্বে রাস্তা না করলে আমরা বৃহত্তর আন্দোলনের ডাক দেব সকাল দশটা থেকে শুরু হয়েছে তাদের প্রতিবাদ যতক্ষণ পর্যন্ত রাস্তার কাজ শুরু হবে তারা এই আন্দোলন চালিয়ে যাবে বলে হুমকি দিয়েছেন।
সন্দেশখালি দু’নম্বর ব্লকের বিডিও অরুণ সামন্ত বলেন ৯ কিলোমিটার রাস্তা নতুন রাস্তা হয় তার জন্য আমরা দুবার টেন্ডার করেছি দ্বিতীয়বার টেন্ডার মনজুর হয়েছে প্রধানমন্ত্রী সড়ক যোজনা প্রায় এক কোটি টাকা বরাদ্দ হয়েছে ঠিকাদার সংস্থাকে দিয়ে দেওয়া হয়েছে আগামী এক সপ্তার মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে।
কিন্তু সাধারণ মানুষ সময় দিতে চাইছে না দ্রুত নতুন রাস্তা চাইছে আমরা বদ্ধপরিকর এই নতুন রাস্তা তৈরি করব কোটি টাকার উপরে হলে ৪২ দিন সময় লাগে। টেন্ডার পাস হতে এই রাস্তার নতুন হলে, দুই ২৪ পরগনার লক্ষাধিক মানুষ উপকৃত হবেন মানুষ