সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ভাঙড় :: সোমবার ১২,জুন :: অশান্তি যেন পিছু ছাড়ছে না ভাঙরের । পঞ্চায়েত নির্বাচনে মনোনয়ন পত্র জমা দেওয়াকে কেন্দ্র করে আবারোও উত্তপ্ত হয়ে উঠল দক্ষিণ ২৪ পরগনা জেলার ভাঙড়। সোমবার ভাঙড় ২-নম্বর ব্লকে মিছিল করে মনোনয়ন পত্র জমা দিতে আসে জমি রক্ষা কমিটি। কাঁঠালিয়ায় তাদের পথ আটকায় পুলিশ।
পুলিশের সঙ্গে বচসা বাধে জমি রক্ষা কমিটির। এর পাশাপাশি ওই সময় স্থানীয় তৃণমূল কর্মীদের সঙ্গেও তাদের বচসা শুরু হয়। বচসা থেকে একরকম সংঘর্ষের পরিস্থিতি তৈরি হয়। শেষমেষ পুলিশ দুই পক্ষকে এলাকা থেকে সরিয়ে দেয়।
বিডিও অফিস চত্বরে ১৪৪ ধারা জারি থাকায় মনোনয়ন পত্র দিতে আসা একের পর এক প্রার্থীকে তল্লাশি করার পর ভিতরে ঢোকার অনুমতি দেয় পুলিশ।
রাস্তায় বিষয়টি মিটে গেলেও বিডিও অফিসের গেটের মুখে আর এক প্রস্ত বচসা শুরু হয় জমি রক্ষা কমিটির। যদিও অবশেষে তারা বিডিও অফিসে ঢুকে মনোনয়ন পত্র জমা দেয়। অপরদিকে এক কংগ্রেস মনোনীত প্রার্থী মনোনয়ন পত্র জমা দিতে এলে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেওয়ার অভিযোগ ওঠে তৃণমূলের বিরুদ্ধে ।
যদিও পুলিশ ওই কংগ্রেস প্রার্থীকে সঙ্গে নিয়ে গিয়ে ডিসিআর থেকে মনোনয়ন জমা দেওয়ার ব্যাবস্হা করেন। সব মিলিয়ে মনোনয়ন পত্র জমা দেওয়াকে ঘিরে এদিন উত্তপ্ত ও শিরোনামে থাকল ভাঙড়।