সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: নরেন্দ্রপুর :: দুদিনের মধ্যে নির্দল থেকে মনোনয়ন জমা দেওয়া বিক্ষুব্দ তৃণমূলরা ফিরে না এলে দল তাদের বিরুদ্ধে সিন্ধান্ত নেবে। মঙ্গলবার নরেন্দ্রপুরের জয়হিন্দ অডিটোরিয়াম থেকে বিক্ষুব্ধ তৃণমূল কংগ্রেস কর্মীদের বিরুদ্ধে এমনই সিন্ধান্তের কথা জানালেন তৃণমূল নেতা অরুপ বিশ্বাস।
রাজপুর সোনারপুর পৌরসভার পৌর নির্বাচনে চারজনের একটি কোর কমিটি গঠন করেছে তৃণমূল কংগ্রেস। ৩৫টি ওয়ার্ডের ৩৫ জন প্রার্থীকে নিয়ে এদিনের এই রুদ্ধদ্বার বিশেষ আলোচনা ছিলো। যেখানে কোর কমিটির মন্ত্রী অরুপ বিশ্বাস, কুনাল ঘোষ, শুভাশিস চক্রবর্তী, সওকাত মোল্লা, সহ এলাকার দুই বিধায়ক উপস্থিত ছিলেন এদিনের এই আলোচনা সভায়।