নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: শান্তিপুর :: শনিবার ২৪,জানুয়ারি :: সরস্বতী প্রতিমা চুরির অভিযোগ উঠলো বিজেপি কর্মীর বিরুদ্ধে। এমনই চাঞ্চল্যকর ঘটনাটি ঘটেছে নদিয়ার শান্তিপুর থানার বেলঘরিয়া ১ নম্বর গ্রাম পঞ্চায়েতের বেলঘরিয়া গ্রামে।
ওই এলাকায় মহিলা পরিচালিত একটি সরস্বতী পূজার মণ্ডপ থেকে প্রতিমা চুরি করে পালানোর চেষ্টা করে এক যুবক।
তবে প্রতিবেশীদের তৎপরতায় বড়সড় অঘটন এড়ানো যায়। অভিযোগ, শুক্রবার রাত আনুমানিক বারোটা নাগাদ ওই যুবক মণ্ডপে ঢুকে সরস্বতী প্রতিমা নিয়ে চম্পট দেওয়ার চেষ্টা করে।
কিন্তু আশপাশের মানুষের নজরে পড়তেই সেই প্রতিমাটি ফেলে রেখে পালিয়ে যায়। ঘটনার খবর ছড়িয়ে পড়তেই এলাকায় তীব্র শোরগোল সৃষ্টি হয়।
স্থানীয় সূত্রে জানা গিয়েছে, অভিযুক্ত যুবকের নাম সুবীর বিশ্বাস। তিনি বেলঘরিয়া গ্রামেরই বাসিন্দা। স্থানীয়দের একাংশের দাবি, সুবীর বিশ্বাস ভারতীয় জনতা পার্টির সঙ্গে যুক্ত। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। স্থানীয় বাসিন্দারা দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
পুলিশ পুরো ঘটনার তদন্ত শুরু করলেও এই ঘটনায় প্রতিবাদে নামলো তৃণমূল কংগ্রেস। শনিবার বেলা বাড়তেই নদিয়ার শান্তিপুর ফুলিয়া পুলিশ ফাঁড়িতে অবস্থান বিক্ষোভ করে তৃণমূল। তৃনমূলের দাবি, অভিযুক্ত কে চিহ্নিতকরণ করে পুলিশ কঠিন থেকে কঠিনতম শাস্তির ব্যবস্থা করুক।

