নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হিঙ্গলগঞ্জ :: বুধবার ৩০,জুলাই :: উত্তর ২৪ পরগনা বসিরহাট মহকুমা হিঙ্গলগঞ্জ ব্লকের সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের রমাপুর পূর্ব ঘোষপাড়ার বিক্ষোভকারীরা জানান ১৯৩ নম্বর বুথের ২০২০ ২১ বর্ষের রাস্তার টেন্ডার হয় ৩ লক্ষ ৬৩ হাজার ৬০০ টাকা ।
দুই থেকে তিন দিন কাজ হয় তারপরে কোন সুরাহা মেলেনি সাধারণ মানুষের দীর্ঘদিনের দাবি এই রাস্তা থেকে প্রসূতি মা ও স্কুল পড়ুয়ারা রোজই তারা কাদা জলভর্তি পার হয়ে স্কুলে যায় কোন মানুষ অসুস্থ হলে না চলে কোন গাড়ি ।
ভরা জীবনের ঝুঁকি নিয়ে একাধিকবার এই রাস্তাতে পড়ে হাত পা ভেঙে গেছে একাধিক ব্যক্তি ও মহিলাদের। ব্লক প্রশাসনকে জানিয়ে কোন সুরাহা মেলেনি কবেই সুরাহা মিলবে সেই আশায় দিন গুনছে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের পূর্ব ঘোষপাড়ার বাসিন্দারা।
এ বিষয়ে সাহেবখালি গ্রাম পঞ্চায়েতের প্রধান আশুতোষ কামেলা বলেন,, আমরা শুনেছি ওখানে বিক্ষোভ হচ্ছে, আমি জানতে পারলাম আগে যে প্রধান ছিলেন উনার সময়ে এই টেন্ডারটা হয়েছিল।
এন আর জি কাজের এই কাজটি ধরা ছিল। এক থেকে দুদিন কাজ হয়। তারপরে ওখানকার বাসিন্দারা বাধা দিলে সেই কাজ বন্ধ থাকে। এখন এরা বিক্ষোভ দেখাচ্ছে, আগে ওই সমস্যাটা মিটুক তারপরে দেখছি।