সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ডহারবার :: মঙ্গলবার ৫,ডিসেম্বর :: অনৈতিকভাবে পুলিশ প্রশাসন বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করছে। বিজেপি কর্মী সমর্থকদের মুক্তি দিতে হবে এমনই দাবি নিয়ে মঙ্গলবার দক্ষিণ ২৪ পরগনার ডায়মন্ড হারবার থানা ঘেরাও করলেন ডায়মন্ডহারবার সাংগঠনিক জেলার বিজেপির জেলা সভাপতি সহ বিজেপি কর্মী সমর্থকেরা।
প্রসঙ্গত, ভাইফোঁটার দিন ডায়মন্ড হারবার বিধানসভায় অন্তর্গত কুলেশ্বর এলাকায় গুলিবিদ্ধ হয়ে খুন হয় মিঠুন সরদার নামে এক ব্যক্তি। এই খুনের ঘটনায় ডায়মন্ড হারবার বিধানসভার তিন নম্বর মন্ডল সভাপতি খুশিলাল হালদার কে গ্রেপ্তার করে ডায়মন্ড হারবার থানার পুলিশ। বিজেপি নেতৃত্বদের দাবি ,পুলিশ প্রশাসন অনৈতিকভাবে বিজেপি কর্মী সমর্থকদের বেছে বেছে মিথ্যা মামলায় জড়িয়ে গ্রেফতার করছে।

অবিলম্বে এই মিথ্যা মামলায় যে সকল নেতাকর্মীদের গ্রেফতার করেছে পুলিশ প্রশাসন পক্ষ থেকে তাদেরকে মুক্তি দিতে হবে। এর পাশাপাশি বিজেপি ডায়মন্ড হারবার বিধানসভা কেন্দ্রের তিন নম্বর মন্ডল সভাপতি খুশি লাল হালদার কেও নিঃশর্তে মুক্তি দিতে হবে। এই খুনের ঘটনার সঙ্গে খুশি লাল হালদার জড়িত নয় শুধুমাত্র বিজেপি করার অপরাধে তাকে গ্রেফতার করা হয়েছে। পুলিশ প্রশাসন দলদাসে পরিণত হয়েছে এমনই বললেন ডায়মন্ড হারবার বিধানসভার প্রাক্তন বিধায়ক তথা বিজেপি নেতা দীপক কুমার হালদার।