নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ১,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বরে বাস দুর্ঘটনায় জখম হলেন কুড়ি জন যাত্রী।এদিন মেমারির দিক থেকে মন্তেশ্বরের কুসুমগ্রামের দিকে যাওয়া একটি যাত্রীবাহী বাস কুসুমগ্রাম বাসস্ট্যান্ডে ঢোকার আগে একটি ডাম্পারের পিছনে জোর ধাক্কা মারে।
শিশু মহিলা ও পুরুষ মিলিয়ে অন্তত কুড়িজন যাত্রী কম বেশি জখম হয়েছেন । একজনকে বর্ধমান মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। জখম বাসযাত্রীদের অভিযোগ বাসটি স্ট্যান্ডে ঢোকার আগে বেপোরোয়া গতিতে যাচ্ছিল।
সেই সময়ে সামনে থাকা ডাম্পারের সামনে একটি ছাগল চলে আসে ডাম্পারটি ব্রেক কষে থেমে যায়। বাসটি নিয়ন্ত্রণ রাখতে না পেরে ডাম্পারের পিছনে সজোরে ধাক্কা মারে।