নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৩১,ডিসেম্বর :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর ব্লকের অধীনে মাঝের গ্রাম অঞ্চলের অন্তর্গত মধ্যমগ্রাম মালাডাঙ্গা পার এলাকায় অর্থাৎ আদিবাসী পাড়ায় তপন সরেন এর খড়ের পালুই ও গৃহ পালিত পশু থাকার ঘরে অগ্নিকাণ্ডের ঘটনায় চাঞ্চল্য ছড়ায়।এর ফলে পুরোপুরি ভষ্মিভূত হয় যায় খড়ের পালুই বলে জানা গেছে।
কি করে যে অগ্নিকাণ্ড ঘটেছে পরিবারের পক্ষ থেকে বুঝে উঠতে পারছেন না। তপন সরেন পরের জমি অর্থাৎ ঠিকে চাষ করেন। সেই জমির জমির খড় ও গৃহপালিত পশু থাকার ঘর প্রায় ভস্মিভূত হয়ে যায়। পরিবারের পক্ষ থেকে সরকারের কাছে আবেদন রেখেছেন যদি সরকার কিছু সাহায্য করেন তো খুব উপকৃত হব বলে জানান।
প্রথমে গ্রামের লোকজন আগুন নেবানোর কাজে হাত দেন পরবর্তী পর্যায়ে মন্তেশ্বর থানার পুলিশের পক্ষ থেকে মেমারির দমকল গাড়িকে খবর দেয়। ঘটনাস্থলে একটি দমকলের গাড়ি আসে।
দমকলের গাড়ি এসে আগুন নিয়ন্ত্রণে আনেন,যে পরিমাণে খড় বাঁচানো গেছে তা কোন কাজে লাগবে না বলে এলাকার সাধন মানুষ জানালেন। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন মন্তেশ্বর থানা পুলিশ, মেমারি দমকলের আধিকারিক।