নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: রবিবার ৯,জুলাই :: মন্ত্রী ও পুলিশের গাড়ি ভাঙচুরের অভিযোগ দুষ্কৃতিদের বিরুদ্ধে।এমনকি এক পুলিশ কর্মীকে পাথরের আঘাতে জখম করে দেওয়ারও অভিযোগ উঠেছে দুষ্কৃতিদের বিরুদ্ধে।
জানা যায়,শনিবার রাত ১০ টা নাগাদ রাজ্যের প্রতিমন্ত্রী তজমুল হোসেন ও হরিশ্চন্দ্রপুর থানার পুলিশ হরিশ্চন্দ্রপুর-২ নং ব্লকের ইসলামপুর গ্রাম পঞ্চায়েত এলাকা থেকে ভোট পরিদর্শন করে ফিরছিলেন।বস্তা গ্রামে একদল দুষ্কৃতী মন্ত্রী ও পুলিশের গাড়ি আটকে পাথর ও ইটের টুকরো ছুড়তে শুরু করে।
পাথরের আঘাতে ভেঙে যায় গাড়ির কাচ এবং এক পুলিশকর্মী জখম হয়ে পড়েন।রাতেই ওই পুলিশ কর্মীকে হরিশ্চন্দ্রপুর গ্রামীন হাসপাতালে ভর্তি করানো হয়েছে বলে খবর। তবে অনুমান করা হচ্ছে বিহার থেকে এসে দুষ্কৃৃতীরা হামলা চালিয়েছে । পুলিশ তদন্ত শুরু করেছে।