মন্ত্রী তজমুল হোসেন এর হাত ধরে প্রায় ১৫০০ সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মালদহ :: বৃহস্পতিবার ১৮,এপ্রিল :: মন্ত্রী তজমুল হোসেন এর হাত ধরে দৌলতপুর অঞ্চলের ডাহুয়া, বালাপাথর এবং লতাসি বুথের সিপিএমের তিন পঞ্চায়েতের বুথ মেম্বার সহ প্রায় ১৫০০ সিপিএম কর্মী এদিন তৃণমূল কংগ্রেসের যোগদান করলেন। এ দিন দৌলত পুর অঞ্চলের লতাশি প্রাথমিক বিদ্যালয়ে এই যোগদান কর্মসূচি অনুষ্ঠিত হয়।

লোকসভা ভোটের আগে এই যোগদান অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মনে করছেন শাসক দল।ওই তিন বুথের সিপিএম বুথ মেম্বার নৌসেরা বেবি, মোহাম্মদ ইসমাইল এবং শেফালী খাতুন আজ তৃণমূলে যোগদান করলেন। তাদের দাবি দিদির উন্নয়নের জন্যই তারা তৃণমূলে যোগদান করছেন। তৃণমূলের থেকে তারা মানুষের সেবা করতে পারবেন। তাই সিপিএম ছেড়ে তারা তৃণমূলে যোগদান করছেন।

দিনের এই যোগদান কর্মসূচিতে উপস্থিত ছিলেন মন্ত্রি তজমুল হোসেন ছাড়াও উপস্থিত ছিলেন জহিরুদ্দিন বাবর সহ একাধিক নেতৃত্ব। যোগ দান প্রসঙ্গে মন্ত্রি ত্জমুল হোসেন জানান মমতা বন্দ্যোপাধ্যায়ের উন্নয়নের প্রভাবিত হয়ে এলাকার পনেরশো কর্মী সহ তিন সিপিএম নেতা আজ তৃণমূলের যোগদান করলেন । আমরা ওদের স্বাগত জানালাম। আজ থেকে ওরা আমাদের পরিবারের সদস্য।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

11 + 12 =