মন্ত্রী মশাইয়ের খাস তালুকে গোয়াল ঘরে গরু সরিয়ে “আইসিডিএস সেন্টার”, ক্ষোভ অভিভাবকদের

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: সাগর :: সোমবার ৯,ডিসেম্বর :: গোয়াল ঘরের গরু সরিয়ে চলে আইসিডিএস সেন্টার । কথাটা অবিশ্বাস্য হলেও সত্যি! তাও আবার সুন্দরবন উন্নয়ন মন্ত্রী বঙ্কিম হাজরার খাস তালুকে । দক্ষিণ ২৪ পরগনার সাগর বিধানসভা কেন্দ্রের নামখানা ব্লকের শিবনগর আবাদ ৩১৯ নম্বর পূর্ণ প্রতিভা আইসিডিএস সেন্টারে গেলে দেখা মিলবে এমনি ছবি।

আইসিডিএস সেন্টার এর শিক্ষিকা ও সহায়িকার অভিযোগ বিগত কুড়ি বছর আগে এই আইসিডিএস সেন্টারটি গড়ে ওঠে । তারপর থেকেই এই সেন্টারের কোন স্থায়ী ঘর তৈরি করে দেওয়া হয়নি। এলাকার এক ব্যক্তি বিনা স্বত্বে জায়গা দান করেন । কিন্তু ঘর তৈরি না হওয়ায় সমস্যায় পড়েন সেন্টারের শিক্ষিকা থেকে অভিভাবকরা।

শেষ পর্যন্ত কল্যাণী টঙ্গী নামে একজন এলাকাবাসী আইসিডিএস সেন্টারটি চালানোর জন্য তাদের বাড়ির পাশে গোয়াল ঘরটি দেন। রাতে ওই ঘরে গরু থাকে আর সকাল হলে গরু বাইরে বার করে দেওয়া হয় । আর তখন ওই ঘরে চলে সেন্টার। এইভাবেই চলে আসছে কয়েক বছর ধরে।

স্থানীয় গ্রামবাসী তথা অভিভাবকদের অভিযোগ বিগত কুড়ি বছর ধরে এইরকম গোয়াল ঘরে চলছে আইসিডিএস সেন্টার। বহুবার ওই আইসিডিএস সেন্টার এর সহায়িকা ও শিক্ষিকাকে নিয়ে পঞ্চায়েত , বিডিও অফিসে জানিয়েছেন তারা । তবে এখনো পর্যন্ত সেখানে কোন আইসিডিএস সেন্টারের বাড়ি গড়ে ওঠেনি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

one × three =