নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বর্ধমান :: মঙ্গলবার ৮,জুলাই :: পূর্ব বর্ধমান জেলার মন্তেশ্বর বিধানসভার বিধায়ক তথা রাজ্যের গ্রন্থাগার মন্ত্রী সিদ্দিকুল্লা চৌধুরীর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ এনে প্রকাশ্যে মুখ খুললেন মেমারি দু’নম্বর পঞ্চায়েত সমিতির সভাপতি ময়না হালদার টুডু। এক ভিডিও বার্তায় তিনি সরাসরি বিধায়কের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ তোলেন।
এই ভিডিও বার্তা সামনে আসতেই তা ঘিরে শুরু হয়েছে বিতর্ক। পাল্টা অবস্থানে সরব হয়েছেন মেমারি দুই পঞ্চায়েত সমিতির সহ-সভাপতি এবং কর্মাধ্যক্ষরা। তাঁরা সভাপতি ময়না হালদার টুডুর বিরুদ্ধে প্রতিবাদ জানিয়ে তাঁর পদত্যাগের দাবিও তোলেন।
ঘটনার প্রেক্ষিতে সমিতির অভ্যন্তরে তীব্র দ্বন্দ্বের পরিবেশ তৈরি হয়েছে। এই বিতর্কের জেরে পঞ্চায়েত স্তরে তৃণমূলের অন্দরে অস্বস্তি বেড়েছে বলেই রাজনৈতিক মহলের অনুমান।