নিজস্ব প্রতিনিধি :: সংবাদ প্রবাহ :: মন্দারমণি :: শনিবার ১৭,জানুয়ারি :: পর্যটন কেন্দ্র মন্দারমণির সোনামুই এলাকায় মাছের ভেড়িতে কাজ করার সময় ঘটে গেল এক ভয়াবহ দুর্ঘটনা।মাটির ধসে চাপা পড়ে মৃত্যু হলো আবুল আলি খাঁন (৪৫) নামে এক মৎস্যজীবীর।
এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে।স্থানীয় সূত্রে জানা গেছে,সোনামুই সংলগ্ন একটি বড় মাছের ভেড়িতে গত কয়েকদিন ধরেই সংস্কারের কাজ চলছিল। একটি জেসিবি মেশিন দিয়ে ভেড়ির পাড়ে পাইলিং-এর কাজ করার সময় আচমকাই পাড়ের বিশাল একটি মাটির স্তূপ ধসে পড়ে।
সেই সময় ভেড়ির নিচে কর্মরত ছিলেন আবুল আলি খাঁন।মুহূর্তের মধ্যে তিনি কয়েক ফুট মাটির নিচে চাপা পড়ে যান।উদ্ধার অভিযান সহকর্মীরা চিৎকার শুরু করলে স্থানীয় বাসিন্দারা ছুটে আসেন।খবর দেওয়া হয় মন্দারমণি উপকূল থানায়।পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে উদ্ধারকাজ শুরু করে।
বেশ কিছুক্ষণের চেষ্টায় মাটির নিচ থেকে অচৈতন্য অবস্থায় আবুলকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকরা তাকে মৃত বলে ঘোষণা করেন। মন্দারমণি থানার পুলিশ মৃতদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কাঁথি মহকুমা হাসপাতালে পাঠিয়েছে।

