নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: দুবরাজপুর :: মঙ্গলবার ১৭,ডিসেম্বর :: দুবরাজপুর পৌরসভার ২ নম্বর ওয়ার্ডের রঞ্জনবাজার এলাকায় বটতলা কালী মন্দিরে রাত্রে হানা দেয় চোরেরা। তারা মন্দিরের তালা ও প্রণামী বাক্সের তালা ভেঙ্গে প্রণামী বাক্সতে থাকা টাকা ও মায়ের নাকের সোনার নথ চুরি করে নিয়ে যায়। খবর পেয়ে পৌঁছায় দুবরাজপুর থানার পুলিশ।
শুরু হয়েছে চুরির তদন্ত। জানা যায়, প্রত্যেক দিনের মত আজ সকালে মন্দির পরিষ্কার করতে এসেছিলেন সেবাইত। তিনি দেখেন মন্দিরের গেট বন্ধ রয়েছে কিন্তু কোন তালা নেই।
এরপর তিনি গেট খুলতেই দেখেন মন্দিরের গেটের মধ্যে আটকানো থাকা প্রণামী বাক্সের তালা ভাঙ্গা এবং প্রণামি বাক্সতে থাকা টাকা নেই। এরপর তিনি মা কালীর মুখের কাছে দেখেন যে নাকের সোনার নথ নেই। এরপর খবর জানাজানি হয় মন্দির প্রাঙ্গণে হাজির হোন ভক্তরা।