মন্দির ও মূর্তি সংস্কার পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে হনুমান মন্দির প্রতিষ্ঠা ও উদ্বোধন।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বীরভুম :: বৃহস্পতিবার ০৪,ডিসেম্বর :: বীরভূম জেলার খয়রাশোল থানার ভীমগড় শিবমন্দির সংলগ্ন হনুমান মন্দির ও মূর্তিটি ভেঙে যায়।মন্দির ও মূর্তিটি সংস্কার পরবর্তীতে ভীমগড় হনুমান কমিটির উদ্যোগে ও আয়োজনে ভীমগড় শিবমন্দির সংলগ্ন এলাকায় বহু সংখ্যক মহিলা অজয় নদ থেকে কলস যাত্রার মাধ্যমে বারি এনে হোম যজ্ঞ ও শাস্ত্রীয় আচার মেনে হনুমানজীর মন্দির ও মূর্তি প্রতিষ্ঠা পরবর্তীতে উদ্বোধন করা হলো।

সকাল থেকেই শুরু হয় উদয়াস্ত তারকব্রহ্ম নাম সংকীর্ত্তন।দুপুরে অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারীর শ্রীমুখে ভাগবত পাঠ। রাতে বিচিত্রানুষ্ঠান । পাশাপাশি কয়েক হাজার ভক্তদের জন্য প্রসাদ সেবার ব্যবস্থা করা হয়। উপস্থিত হন গীতা ভবনের অধ্যক্ষ তথা প্রতিষ্ঠাতা স্বামী সত্যানন্দজী মহারাজ,খয়রাশোল সাধন সংঘ আশ্রমের স্বামীজি অচিন্ত্য চৈতন্য ব্রহ্মচারী ভাগবত পাঠক বেনীমাধব ভট্টাচার্য্য ছাড়াও শ্রীদাম মুখোপাধ্যায় সহ বহু বিশিষ্টজনের ভক্তরা,হনুমান কমিটির সদস্য সদস্যারা ও সাধারন মানুষেরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

twenty − 3 =