নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: রবিবার ২১,জুলাই :: অধীর চৌধুরী প্রথম থেকেই বলেছেন যে এবার বহরমপুরে তাকে হারানোর জন্য মমতা বন্দ্যোপাধ্যায় সম্প্রদায়িক তাস খেলেছে। ইউসুফ পাঠানের পিঠ চাপড়ে মমতা বন্দ্যোপাধ্যায় ইউসুফকে বলেছেন, ‘তুমি জায়ান্ট কিলার’। এবার সামনে আসলো সেই অভিযোগ অধীর করেছেন সোনিয়া গান্ধীর কাছে।
অধীর তাঁকে জানিয়েছেন, সাম্প্রদায়িক রাজনীতির চক্রান্তের কাছে হারতে হয়েছে তাঁকে। শুক্রবার সাংবাদিকদের মুখোমুখি হয়ে প্রদেশ কংগ্রেস সভাপতি জানান, তিনি সোনিয়ার সঙ্গে দেখা করেছেন। কী কথা হয়েছে দুই রাজনীতিবিদের? অধীর জানিয়েছেন, সোনিয়া তাঁর কাছে জানতে চান এমন ফলাফল হল কেন? তাঁর ব্যাখ্যা দিতে গিয়ে অধীর নেত্রীকে জানান, তিনি ‘চক্রান্তের’ শিকার হয়েছেন।
তিনি স্পষ্ট করেই বলেছেন, বহরমপুরে কখনো সম্প্রদায়িক রাজনীতি হয় নি। জাতি ধর্ম নিরপেক্ষভাবে সকলেই নিজেদের পছন্দের প্রার্থীকে ভোট দিয়েছেন। কিন্তু এবার সম্প্রদায়িক উস্কানি দিয়ে তৃণমূল ভোট করিয়েছে।
সোনিয়ার কাছে অভিযোগের সুরে অধীর চৌধুরী বলেছেন, “পশ্চিমবঙ্গে সাম্প্রদায়িক বিভাজনের রাজনীতি প্রবেশ করেছে। আগে বাংলা এই ধরনের রাজনীতি থেকে দূরে ছিল। আমাকে হারানোর জন্য এক জন পরিচিত মুসলিম মুখকে (তৃণমূল প্রার্থী ইউসুফ পাঠান) আনা হয়েছিল।’’
এছাড়াও তিনি সোনিয়াকে জানিয়েছেন, তৃণমূল বিভিন্ন এজেন্সির মাধ্যমে হিন্দু ভোটকে বিজেপির দিকে ঠেলে দিয়েছে। মমতা বন্দ্যোপাধ্যায়ের মূল লক্ষ্য ছিল অধীরকে হারানো। তার পরিণামে এটা ঘটেছে বলেই তিনি অভিযোগ করেন।