নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: হাওড়া :: বৃহস্পতিবার ৪,সেপ্টেম্বর :: পশ্চিমবঙ্গে সেনাবাহিনীর আচরণে ক্ষুব্ধ হয়ে, বিজেপি সমর্থকরা হাওড়া ময়দান এলাকায় রাস্তা অবরোধ করে এবং রাস্তায় টায়ার জ্বালিয়ে প্রতিবাদ জানায় এবং মমতা বন্দ্যোপাধ্যায়ের কুশপুত্তলিকা পোড়ায়।
সমর্থকরা বলছেন যে পশ্চিমবঙ্গ সরকারের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেনাবাহিনীর সাথে যে আচরণ করছেন, তিনি আমাদের সৈন্যদের মনোবল দুর্বল করার চেষ্টা করছেন, তা আমাদের মোটেও পছন্দ নয়। এর প্রতিবাদে হাওড়া ময়দান মেট্রো চ্যানেলের কাছে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ করা হয়।এই সময় রাস্তায় যান চলাচল সম্পূর্ণরূপে ব্যাহত হয়। হাওড়া থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লোকজনকে সরিয়ে দেওয়ার চেষ্টা করে।

