মমতা ব্যানার্জি অযোগ্যদের যোগ্যদের মাথায় বসিয়েছে কৃষ্ণনগরে বললেন অর্জুন সিং।

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নদীয়া :: বুধবার ২৩,এপ্রিল :: অযোগ্যদের যোগ্য শিক্ষকদের মাথায় বসিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায় আর তাই সুপ্রিম কোর্ট এইরকম রায় দিতে বাধ্য হয়েছে। নদীয়ার কৃষ্ণনগরে বিক্ষোভ কর্মসূচিতে যোগ দিয়ে নদীয়া জেলা শাসকের দপ্তরের সামনে সাংবাদিকদের প্রশ্নের উত্তরে এমনই মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং।

তিনি এদিন মুখ্যমন্ত্রীর সমালোচনা করে আরো বলেন, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের জিহাদী আছে। জিহাদিরা কোন সময় মানুষকে জল দেয় না খাবার দেয় না। জিহাদিরা সবসময় গলা কাটে তাই উনি জিহাদী আছে।

সম্প্রতি মুখ্যমন্ত্রীর কর্মসংস্থান ঘোষণা নিয়েও মন্তব্য করলেন বিজেপি নেতা অর্জুন সিং। মুখ্যমন্ত্রীর ঘোষিত কর্মসংস্থান নিয়ে অর্জুন সিং বলেন, মমতা ব্যানার্জি মিথ্যা কথা বলেন। কোনদিনই কর্মসংস্থান হবে না। এর আগে ৩৭ টা রেল কারখানা উদ্বোধন করেছিলেন বাংলায় তার একটাও হয়নি বলেই মন্তব্য অর্জুনের।

একই সাথে এদিন পশ্চিমবঙ্গের পুলিশের সমালোচনা করে বিজেপি নেতা বলেন, পশ্চিমবঙ্গের পুলিশ এবং পশ্চিমবঙ্গের পুলিশ মন্ত্রীর সে সময় এসে গেছে। পশ্চিমবাংলায় আইনের কোন শাসন নেই পশ্চিমবাংলায় চলছে পুলিশের শাসন। এখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের গুন্ডামি চলছে।

কোন কেন্দ্রীয় মন্ত্রীকে এভাবে গ্রেফতার করা যায় না। কিন্তু অন্যায় ভাবে তাকে গ্রেফতার করেছে। তাই আগামী দিনে আরও বৃহত্তর আন্দোলন হবে বলেই আগাম জানালেন অর্জুন।

আমরা হিন্দুদেরকে বাঁচানোর জন্য লড়ছি এবং আগামী দিনেও লড়বো। পশ্চিমবাংলায় এখন কোন জাত আর ধর্মের লড়াই নেই। পশ্চিমবাংলায় শুধু হিন্দু এবং মুসলমানের লড়াই আছে বলে জানান অর্জুন সিং।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

14 + 18 =