নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা :: বৃহস্পতিবার ১৬,অক্টোবর :: মমতা ব্যানার্জীর মাথা ফেটে ছিলো কেন?? প্রশ্ন অর্জুনের সিং এর।এলাকার দখল নিয়ে ভাইদের ঝামেলা মেটাতে গিয়েই মমতা বন্দ্যোপাধ্যায় মাথা ফেটে ছিলো।
ভবানীপুর এলাকা কার দখলে থাকবে, কোন ভাইয়ের দখলে থাকবে,তানিয়েই নিজেদের মধ্যেই ঝামেলা।ভবানি পুরে কাউকেই মমতা বন্দ্যোপাধ্যায় ভাইরা তোলা ছাড়া কাজ করতে দেয় না। পার্থ চুনোপুঁটি আছে। ওরা আগুন জ্বালাবে আর জনগন নিভিয়ে দেবেন ফায়ার ব্রিগেড দিয়ে।