সজল দাশগুপ্ত :: সংবাদ প্রবাহ :: শিলিগুড়ি :: শুক্রবার ৮,ডিসেম্বর :: পূর্বাভাস আগেই ছিল তা অক্ষরে অক্ষরে মিলে গেল মরশুমের প্রথম তুষারপাতের সাক্ষী থাকলো শৈলশহর দার্জিলিং। সান্দাকফু ,ফালুট সিঙ্গলিলা সহ বিস্তীর্ণ এলাকায় এদিন তুষারপাতের ঘটনা ঘটে। তুষারপাত এর ঘটনা চাক্ষুষ করতে পেরে পর্যটকদের মধ্যে খুশির হাওয়া। শীতের আগমন সূচিত হয়েছে, আবহাওয়া দপ্তরের পূর্বাভাস আগে থেকেই ছিল তুষারপাতের ঘটনা হতে পারে শৈল শহরে।
এদিন সকাল থেকে রোদের দেখা মেলেনি, বেশ কিছুদিন ধরেই সংলগ্ন এলাকাগুলোতে তুষারপাতের অনুকূল পরিবেশ সৃষ্টি হয়। রোদের দেখা মেলেনি উল্টে বৃষ্টি হয়েছে আর তারপরেই তুষারপাতের ঘটনা ঘটেছে সান্দাকফুসহ আরো বেশ কিছু এলাকায়। তুষারপাতের ঘটনার খবর শুনতে পেরে অনেকেই ছুটে গিয়েছেন পাহাড়ে তুষারপাতের দৃশ্য ক্যামেরাবন্দি করতে।
যারা বর্তমানে পাহাড়ে রয়েছেন তাদের তারা ভীষণ আনন্দিত তুষারপাত এর ঘটনাকে চাক্ষুষ করতে পেরে। সব মিলিয়ে পাহাড়ে মনোরম পরিবেশ উপভোগ করছেন পর্যটকরা খুশির হাওয়া পর্যটন ব্যবসায়ীদের মধ্যেও।