মরশুমের প্রথম তুষারপাত সিকিমে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: গ্যাংটক :: শনিবার ২৮,সেপ্টেম্বর :: মরশুমের প্রথম তুষারপাত সিকিমে। সাধারণ ভাবে সিকিমে তুষারপাত হবার সময় আস্তে এখনও কিছুটা দেরি আছে তার মধ্যেই দেখা যাচ্ছে সিকিমের বিভিন্ন জায়গায় ভালোমতোই তুষারপাত শুরু হয়ে গেছে ।

মুখ্য আকর্ষণ ছাঙ্গু লেক পুরো জমে গেছে । এদিকে ইয়ুমথাং এবং লাচুং ও তুষারপাতের পর ভীড় জমেছে পর্যটকদের । এমন নৈসর্গিক দৃশ্য দেখতে এখন সমতলের পর্যটকরা সবাই ছুটছেন সিকিমের বিভিন্ন জায়গায় । যদিও ভারী বর্ষার দরুন তিস্তা ও রঙ্গীত নদী প্রায় ফুঁসছে ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

3 × four =