সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: দীঘা :: দিঘা মোহনার আড়তে ৪ কেজি ওজনের ঢাউস আকারের একটি ইলিশ মাছ পাওয়া গেছে।মুখ থেকে লেজ পর্যন্ত প্রায় দুই ফুট লম্বা। পিঠের দিকটা বেশ মোটা। দিঘা মোহনার মা জাহ্নবী আড়তে ৪ কেজি গ্রাম ওজনের ঢাউস আকারের ইলিশটি ওঠে !
অন্যান্য মাছের মধ্যে ইলিশটিকে মহারাজের মতো সাজিয়ে রেখেছিলেন আড়ৎদার যামিনী হাজরা। সকলেরই চোখ আটকে যাচ্ছিল ইলিশটিতে। কিন্তু আকার দেখেই অনেকে বুঝে যান, দরদাম করে লাভ নেই। তাই অনেকের আগ্রহ ছিল ছবি তোলায়। স্থানীয় মৎস্যজীবীদের কথায়, সম্প্রতি ধরা পড়া ইলিশের মধ্যে এটাই সবচেয়ে বড়। ১২ হাজার টাকা, ইলিশটির দাম হাঁকেন মৎস্যজীবী সুকান্ত মন্ডল।