নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: বাঁকুড়া :: শনিবার ৪,জানুয়ারি :: মর্মান্তিক পথ দুর্ঘটনায় প্রাণ হারান তৃণমূল বাঁকুড়া বঙ্গজননী সভানেত্রী রীনা চৌধুরী । ঘটনাটি ঘটেছে বাঁকুড়া খাতড়া রাজ্য সড়কের উপর সুপুর এলাকায়। স্কুটি নিয়ে খাতড়া থেকে বাড়ি ফেরার পথে বাঁকুড়াগামী একটি বেসরকারি বাস তাঁকে ধাক্কা দেয়।
গুরুতর আহত অবস্থায় তাঁকে পুলিশ উদ্ধার করে খাতড়া মহকুমা হাসপাতালে নিয়ে যান। চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন । খবর পেয়েই খাতড়া হাসপাতালে পৌঁছে যান খাতড়া ও ইন্দপুর দুই তৃণমূল ব্লক সভাপতি । ঘাতক বাসটিকে আটক করেছে পুলিশ। তাঁর অকাল মৃত্যুতে জেলার রাজনৈতিক মহলে গভীর শোকের ছায়া নেমে আসে।