নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: শক্তিগড় :: রবিবার ৯,নভেম্বর :: পূর্ব বর্ধমান জেলার শক্তিগড় থানার কুচুট এলাকায় মর্মান্তিক পথ দুর্ঘটনায় মৃত্যু হল তিন বছরের শিশুর। মৃত শিশুর নাম রুদ্র সদ্দার। শক্তিগড় থানার বেলান গ্রামে বাড়ি।
জানা গেছে কুচুট এলাকায় রাস্তার এক পারে শিশুটির বাবা রাজেশ সর্দার দাঁড়িয়েছিলেন অপরপ্রান্ত থেকে শিশুটি ছুটে রাস্তা পারাপার হয়ে তার বাবার কাছে আসছিল আর সেই সময় একটি মোটর ভ্যান কুচুট রাজবাড়ীর দিকে যাচ্ছিল সেই সময় শিশুটিকে ধাক্কা মারে।
ঘটনায় গুরুতর জখম হয় শিশুটি। পরিবারের লোকজন তাকে উদ্ধার করে পাহাড়হাটি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত বলে ঘোষণা করেন।
মেমারি থানার পুলিশ শিশুটির মৃতদেহ ময়নাতদন্তের জন্য নিয়ে আসে বর্ধমান মেডিকেল কলেজ মর্গে। মর্মান্তিক এই দুর্ঘটনায় শিশুটির পরিবারের লোকজন ভেঙে পড়ে।

