মর্যাদার সঙ্গে রাজ্যের পাশাপাশি বীরভূমেও পালিত হল হূল উৎসব

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: সিউড়ি :: মর্যাদার সঙ্গে রাজ্যের পাশাপাশি বীরভূমেও পালিত হল হূল উৎসব । আজ সিউড়ি সিধু কানহো প্রাঙ্গণে জেলা তথ্য ও সংস্কৃতি দপ্তর ও অনগ্রসর শ্রেণী কল্যাণ বিভাগের যৌথ উদ্যোগে হূল বিদ্রোহের নায়ক সিধু কানহু তথা ভগবান বিরসা মুন্ডার প্রতিকৃতিতে মাল্যদান করে অনুষ্ঠানের শুভ সূচনা করেন বীরভূমের জেলা শাসক বিধান রায় ।

তিনি হুল বিদ্রোহে আদিবাসী সমাজের অবদানের কথা তুলে ধরেন । উপস্থিত ছিলেন জেলা পরিষদের মৎস্য ও প্রাণিসম্পদ দপ্তর এর কর্মাধ্যক্ষ অরুণ সাহা অনগ্রসর শ্রেণী ও কল্যাণ দপ্তরের আধিকারিক সমরজিৎ চক্রবর্তী । পরে ১৬৮ তম হুল দিবসে শহীদ বেদি সহ আদিবাসী নেতৃবৃন্দের প্রতি শ্রদ্ধা জ্ঞাপন করে মাল্যদান করেন সিপিএমের কেন্দ্রীয় কমিটির সদস্য ডাক্তার রামচন্দ্র ডোমের নেতৃত্বে বামপন্থী গণসংগঠনের কর্মী ও নেতৃত্ব।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

10 + sixteen =