নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুর :: রবিবার ৩০,মার্চ :: আগুনে পুড়ে ছাই হলো কয়েক লক্ষ টাকার ফার্নিচার সহ বিভিন্ন জিনিস। বীরভূমের মল্লারপুরে আগুনে ভষ্মিভূত হয়ে গেল একটি ফার্নিচারের দোকান সহ একটি বাড়ি। এদিন দোকানে থাকা কয়েক লক্ষ টাকা ফার্নিচার সহ পুড়ে ছাই হয়েছে বাড়ির বিভিন্ন আসবাবপত্র।
এই অগ্নি কান্ডের ঘটনা দেখতে পায় স্থানীয়রা, তারপর খবর দেওয়া হয় মল্লারপুর থানার পুলিশ প্রশাসন ও দমকল বাহিনীদের। ঘটনাস্থলে রামপুরহাট থেকে এসে পৌঁছায় দমকলের তিনটি ইঞ্জিন সহ মল্লারপুর থানার পুলিশ প্রশাসন।
এ বিষয়ে অগ্নিকান্ড হওয়া বাড়ির মালিকরা জানিয়েছেন, এদিন এই অগ্নিকান্ডে ফার্নিচারের দোকানে প্রায় ১৭ লক্ষ টাকার মাল ক্ষয়ক্ষতি ও অন্য যে বাড়িটিতে অগ্নিকান্ড হয়েছিল সে বাড়িটিতেও প্রায় পাঁচ থেকে সাত লক্ষ টাকার জিনিস পুড়ে ছাই হয়েছে। আর এই অগ্নিকান্ড ঘটেছে বিদ্যুতের শর্ট সার্কিট থেকে এমনটাই অনুমান করছেন বাড়ির মালিক।