নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: মল্লারপুরে :: শনিবার ৫,এপ্রিল :: মল্লারপুরে এক গৃহবধূকে বাড়িতে একা পেয়ে ধর্ষণের চেষ্টার অভিযোগ উঠল পাশের গ্রামের এক যুবকের বিরুদ্ধে।
অভিযোগ শুক্রবার দুপুরে বাড়িতে গৃহবধূকে একা পেয়ে মাঠ মহুলা গ্রামের বাসিন্দা সাহেব ভান্ডারি ধর্ষণের চেষ্টা করে। মল্লারপুর থানার পুলিশ অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে।
ঘটনার সূত্রপাত গতকাল শুক্রবার দুপুরে গৃহবধূ বাড়িতে একাই ছিলেন পাশের গ্রামের যুবক সাহেব ভান্ডারী ওই গৃহবধুর বাড়িতে গিয়ে তাকে কুপ্রস্তাব দেয় সেই কূপ্রস্তাবে রাজি না হলে তাকে ধর্ষণ করার চেষ্টা করে।
সে সময় ওই গৃহবধূ চিৎকার চেঁচামেচি করলে গ্রামবাসীরা ছুটে এলে অভিযুক্ত যুবক পালিয়ে যায়। অভিযুক্ত যুবককে গ্রেফতার করেছে মল্লারপুর থানার পুলিশ । তাকে আজ রামপুরহাট মহাকুমা আদালতে তোলা হবে ।