নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ব্যুরো নিউজ :: বৃহস্পতিবার ২১,আগস্ট :: ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস. জয়শঙ্কর মস্কোতে গিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে বৈঠক করেছেন। দুই দেশের কৌশলগত সম্পর্ক, জ্বালানি সরবরাহ, প্রতিরক্ষা সহযোগিতা এবং আঞ্চলিক নিরাপত্তা ইস্যু বৈঠকের মূল কেন্দ্রবিন্দুতে ছিল।পুতিন ভারতের সঙ্গে ঐতিহাসিক বন্ধুত্বপূর্ণ সম্পর্ককে আরও গভীর করার বার্তা দেন। অন্যদিকে জয়শঙ্কর বলেন, “ভারত-রাশিয়া সম্পর্ক সময়ের পরীক্ষায় উত্তীর্ণ। আগামী দিনে এই সহযোগিতা আরও দৃঢ় হবে।”
বিশ্লেষকদের মতে, ইউক্রেন যুদ্ধ পরিস্থিতি, আন্তর্জাতিক বাজারে জ্বালানি সরবরাহ এবং এশিয়া অঞ্চলের ভূ-রাজনীতি নিয়েও দুই নেতা আলোচনা করেছেন।