নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ধূপগুড়ি :: শুক্রবার ৪,জুলাই :: মহকুমা হাসপাতালে চিকিৎসা করাতে আসা সাধারণ মানুষের সুবিধার্থে বিধায়ক তহবিলে তৈরি হতে চলছে বসার জন্য দুটি শেড ও পরিশ্রুত পানীয় জল এর জন্য সৌর চালিত পানীয় জলের ব্যবস্থা।
আজ সেই প্রকল্পের শুভ উদ্বোধন করলেন ধূপগুড়ির তৃণমূল বিধায়ক নির্মল চন্দ্র রায়। প্রতীক্ষালয়ের ও প্রতিশ্রুত পানীয় জল প্রকল্পের জন্য ব্যয় করা হবে ১১ লক্ষ ৯৪ হাজার ৭৩৪ টাকা।ধূপগুড়ি মহকুমা ঘোষণার পর ধূপগুড়ি গ্রামীণ হাসপাতাল উত্তীর্ণ হয়েছে মহাকুমা হাসপাতালে। দিন দিন বিস্তীর্ণ এলাকার সাধারণ মানুষ চিকিৎসা পরিষেবা পাওয়ার জন্য ছুটে আসেন ধূপগুড়ি মহকুমা হাসপাতালে। প্রত্যেকটা দিন হাজার হাজার শহর ও গ্রামের মানুষ ভিড় জমান।
বসার জন্য পর্যাপ্ত বসার জায়গা না থাকার কারণে শীত, গ্রীষ্ম বর্ষা, দাঁড়িয়ে থাকতে হয় হাসপাতালে চত্বরে।
সাধারণ মানুষের এই অসুবিধা কথা মাথায় রেখে বিধায়ক তহবিল থেকে নিজ উদ্যোগে ধূপগুড়ি মহকুমা হাসপাতালে বসার জন্য দুটি সেড ও প্রতিশ্রুত পানীয় জলের ব্যবস্থার প্রকল্পের কাজের শুভ সূচনা করলেন তৃণমূল বিধায়ক।
বিধায়ক নির্মল চন্দ্র রায় জানান, ধূপগুড়ি মহাকুমার সাধারণ মানুষের সুবিধার্থে এই পরিকল্পনা গ্রহণ করা হয়েছে। এতে উপকৃত হবে সাধারণ মানুষ।