মহকুমা হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিন প্রতিবাদে বিক্ষোভ বিজেপির

সুদেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: বারুইপুর :: মঙ্গলবার ১৮,মার্চ :: হাসপাতালে নেই পর্যাপ্ত পরিমাণে এন্টি র‍্যাবিস ভ্যাকসিন। ভ্যাকসিন না থাকার কারণে হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের।

হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে ভ্যাকসিনের দাবিতে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে হাসপাতালের সামনে বিক্ষোভ। মূলত কুকুর কিংবা বিড়ালে কামড়ালে এন্টি রেবিস ভ্যাকসিন এর প্রয়োজন হয়।

কিন্তু দীর্ঘদিন ধরে বারুইপুর মহকুমা হাসপাতালে এন্টি রেবিস ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না। এর ফলে হাসপাতালে এসেও ফিরে যেতে হচ্ছে রোগীদের। হাসপাতালে ভ্যাকসিন পরিষেবা না থাকার কারণে ক্ষোভে বারুইপুর মহকুমা হাসপাতালে জরুরি বিভাগের সামনে বিজেপির যুব মোর্চার পক্ষ থেকে বিক্ষোভ।

হাসপাতালের অচল পরিষেবা, এর বিরুদ্ধে ক্ষোভ উগরে দিচ্ছে বিজেপির কর্মী সমর্থকরা এর পাশাপাশি হাসপাতালে অনিয়মিত হাসপাতালে সুপার। মঙ্গলবার দুপুরে

যাদবপুর বিজেপির সংগঠনিক জেলা এবং জয়নগর বিজেপি সাংগঠনিক জেলার পক্ষ থেকে কয়েকশো বিজেপি কর্মী সমর্থকেরা বারুইপুর মহকুমা হাসপাতালে জরুরী বিভাগের সামনে বিক্ষোভ দেখায়।

বিজেপি নেতৃত্বদের দাবি অতি অবিলম্বে হাসপাতালে যে অচল পরিষেবা সেই পরিষেবার সচল করতে হবে। এ বিষয়ে বিজেপির যাদবপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার সভাপতি মলয় চ্যাটার্জী বলেন, প্রতিবছর কয়েক হাজার মানুষ কুকুর, বিড়ালে কামড়ে আক্রান্ত হয়ে মৃত্যু হয়।

অবিলম্বে বারুইপুর মহকুমা হাসপাতালে যে সকল জরুরী ভিত্তিক চিকিৎসা পরিষেবা প্রয়োজন রয়েছে সেই পরিষেবা গুলি সচল না করলে আগামী দিনের বৃহত্তম আন্দোলনে নামবো আমরা।

যদিও বারুইপুর মহকুমা হাসপাতালে পর্যাপ্ত পরিমাণে এন্টি রেবিস ভ্যাকসিন নেই এ কথা স্বীকার করেন বারুইপুর মহকুমা হাসপাতালে সুপার ধীরাজ রায়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

8 + sixteen =