নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: ডায়মন্ড হারবার :: ডায়মন্ড হারবার:আবহাওয়া দপ্তরের পূর্বাভাস অনুযায়ী অষ্টমীর সকাল থেকেই দক্ষিণ ২৪ পরগনা বিভিন্ন এলাকায় শুরু হয়েছে বৃষ্টি সঙ্গে পাল্লা দিয়ে বেড়েছে ঝড়ো হাওয়ার দাপট। দক্ষিণ ২৪ পরগনা উপকূল তীরবর্তী এলাকাগুলিতে ভারী বৃষ্টিপাত। প্রবল বৃষ্টির মধ্যেও পুজো মণ্ডপ গুলির সামনে দর্শনার্থীদের ভিড়।
বৃষ্টি উপেক্ষা করে জেলার বিভিন্ন পূজা মন্ডপগুলিতে ভিড় জমিয়েছে দর্শনার্থীরা। গত দুবছর করোনা মহামারীর কারণে কার্যত ঘর বন্দী হয়ে থাকতে হয়েছিল মানুষজনদের কিন্তু এ বছর পরিস্থিতি স্বাভাবিক হতে মানুষজন ভেবেছিল যে এ বছর পুজোতে আনন্দে মেতে উঠবে কিন্তু বাদ সাধলো বৃষ্টি।