মহাকাশচারী শুভান্শু শুক্লা ফিরছেন লখনৌতে

নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: কলকাতা নিউজ ডেস্ক :: সোমবার ২৫,আগস্ট :: ভারতের গর্ব, মহাকাশচারী শুভান্শু শুক্লা আজ নিজ শহর লখনৌতে ফিরছেন। সম্প্রতি তিনি দেশের মহাকাশ গবেষণার ইতিহাসে এক উজ্জ্বল অধ্যায় রচনা করেছেন।

আন্তর্জাতিক মহাকাশ অভিযানে সাফল্যের সঙ্গে যুক্ত থাকার পর এদিন নিজের শহরে তাঁর প্রত্যাবর্তনকে ঘিরে উৎসবের আমেজ তৈরি হয়েছে।

বিমানবন্দরে সকাল থেকেই ভিড় জমতে শুরু করেছে। প্রশাসনের তরফে বিশেষ নিরাপত্তা ব্যবস্থা নেওয়া হয়েছে, পাশাপাশি শহরের বিভিন্ন সাংস্কৃতিক ও শিক্ষা প্রতিষ্ঠান তাঁকে সংবর্ধনা জানাতে প্রস্তুত। স্থানীয় স্কুল–কলেজের ছাত্রছাত্রীরাও শুভান্শুর আগমনের অপেক্ষায়। অনেকেই হাতে জাতীয় পতাকা ও শুভেচ্ছা বার্তা নিয়ে তাঁর স্বাগত জানাতে প্রস্তুত।

এদিন বিমানবন্দরে শুভাংশুকে স্বাগত জানাতে উপস্থিত ছিল তাঁর বাবা, মা, স্ত্রী এবং ছেলে। এছাড়াও উত্তরপ্রদেশের উপমুখ্যমন্ত্রী ব্রজেশ পাঠক সহ আরও সরকারি আধিকারিকরাও উপস্থিত ছিলেন।

শুভাংশুকে দেখেই ভারতীয় পতাকা উড়িয়ে এবং ‘বন্দে মাতরম’ ধ্বনি দিয়ে তাঁকে স্বাগত জানায় বিমানবন্দরে উপস্থিত সাধারণ মানুষ। বিমানবন্দরের বাইরে বাজানো হচ্ছিল ঢোল-নাগাড়া সহ আরও অনেক বাদ্যযন্ত্র।

শুভান্শু শুক্লা শুধু একজন মহাকাশচারী নন, তিনি লখনৌয়ের তরুণ প্রজন্মের জন্য অনুপ্রেরণা। ছোটবেলা থেকেই বিজ্ঞান ও প্রযুক্তির প্রতি তাঁর ঝোঁক ছিল, আর সেই স্বপ্নকেই বাস্তবায়িত করেছেন অসাধারণ কৃতিত্বের মাধ্যমে।

পরিবারের সদস্যরা জানিয়েছেন, শুভান্শু বাড়িতে ফিরতেই একটি বিশেষ পূজা ও অভ্যর্থনা অনুষ্ঠান আয়োজন করা হবে।

রাজ্য সরকারের পক্ষ থেকেও তাঁর জন্য একটি বিশেষ নাগরিক সংবর্ধনার ব্যবস্থা করা হচ্ছে। মুখ্যমন্ত্রী সহ বিশিষ্ট ব্যক্তিরা উপস্থিত থাকতে পারেন সেই অনুষ্ঠানে।

শহরজুড়ে এখন একটাই আলোচনা—নিজের মাটিতে ফিরে আসছেন সেই মানুষ, যিনি মহাকাশে ভারতের নাম আরও উজ্জ্বল করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

4 × 4 =