নিজস্ব সংবাদদাতা :: সংবাদ প্রবাহ :: নিউজ ডেস্ক :: বৃহস্পতিবার ১৭,জুলাই :: ভারত মাতার বীর সন্তান শুভাংশু শুক্লা মহাকাশ থেকে ফিরবার পর পরিবারের সঙ্গে দেখা করলেন। মহাকাশ অভিযানে তিনি ছিলেন গ্রুপ ক্যাপ্টেন। পরিবারকে ছেড়ে প্রায় তিন সপ্তাহ পৃথিবী থেকে বহুদূর মহাকাশে থাকতে হয়েছে তাঁকে।
মহাকাশ যাত্রার আগে তাঁর আবেগঘন মুহূর্ত হৃদয় ছুঁয়ে দিয়েছিল সকলের। কর্তব্যের প্রতি অবিচল, মহাকাশ ছোঁয়ার স্বপ্ন ছিল তাঁর চোখে মুখে শরীরী ভাষায়। তাই পরিবারকে ছেড়ে মহাকাশ অভিযানে পাড়ি দিয়েছিলেন। সেই অভিযান সফল হয়েছে।দেশের নাম উজ্জ্বল করেছেন।ছোট থেকেই তাঁর মহাকাশ অভিযানের স্বপ্ন ছিল। অবশেষে সেই স্বপ্ন বাস্তবে রূপ পেয়েছে। মহাকাশ থেকে ফিরে প্রাণের থেকেও প্রিয় পরিবারের সঙ্গে সাক্ষাৎ করলেন শুভাংশু। অনেকদিন পর বাবাকে পেয়ে জড়িয়ে ধরল পুত্র। স্ত্রীর মুখেও যুদ্ধজয়ের হাসি।
আবেগি মন নিষ্পাপ ভালবাসায় ভরা। তাদের পরস্পরের আলিঙ্গন সেই চিহ্নই এঁকে দিল। ভালোবাসার সুখ আসে বিচ্ছেদের পর। যুদ্ধ জয়ী স্বামীকে কাছে পেয়ে আবেগে জড়িয়ে ধরলেন স্ত্রী। এই ছবি মন ভরিয়েছে সকলের।