স্দেষ্ণা মন্ডল :: সংবাদ প্রবাহ :: গঙ্গাসাগর :: বুধবার৩১,ডিসেম্বর :: আর মাত্র কয়েকটা দিনের অপেক্ষা । জানুয়ারি মাসের প্রথম সপ্তাহ থেকে শুরু হতে চলেছে গঙ্গাসাগর মেলা ২০২৬। ইতিমধ্যেই গঙ্গাসাগর মেলাকে কেন্দ্র করে সেজে উঠছে কপিলমুনি মন্দির প্রাঙ্গন। নতুন রংয়ের প্রলেপ দেওয়া হচ্ছে মন্দিরে।
এবছর মহাকুম্ভ না থাকার কারণে গঙ্গাসাগর মেলায় রেকর্ড সংখ্যক ভিড় হতে পারে এমনই অনুমান করছে জেলা প্রশাসনের আধিকারিকরা। প্রশাসনের পক্ষ থেকে গঙ্গাসাগর মেলা ২০২৬ কে সুস্থভাবে পরিচালনা করার ক্ষেত্রে একাধিক ব্যবস্থা নেওয়া হয়েছে।
প্রতি বছর মেলায় ভিড় নিয়ন্ত্রণে বিভিন্ন জায়গায় বাঁশের ব্যারিকেড ব্যবহার করা হতো। এর মাধ্যমে একসঙ্গে অতিরিক্ত মানুষের প্রবেশ আটকানোর চেষ্টা করা হতো । তবে এ বার সেই ব্যবস্থাকে আরও আধুনিক ও কার্যকর করতে ড্রপ গেট ও গেটে বসানো হচ্ছে ট্রাফিক লাইট।
মোট ৪০টি স্থান চিহ্নিত করা হয়েছে । যেখানে এই ড্রপ গেট ও ট্রাফিক লাইট বসানো হবে।কাকদ্বীপের লট-৮, সাগরদ্বীপে প্রবেশের গুরুত্বপূর্ণ পথ কচুবেড়িয়া ঘাট, পাশাপাশি মেলাপ্রাঙ্গণের একাধিক মোড়ে এই নতুন ব্যবস্থা কার্যকর করা হবে।
ভিড়ের চাপ বাড়লেই নির্দিষ্ট সময়ের জন্য আলো লাল করা হবে যাতে মানুষের ঢল নিয়ন্ত্রিত রাখা যায়। ভিড় নিয়ন্ত্রণ করার জন্য ২৫০০ সিভিক ভলেন্টিয়ার নিয়োগ করা হয়েছে। ৫ লক্ষ টাকা করে বীমা করা হয়েছে গঙ্গাসাগর মেলায় আগত পুণ্যার্থীদের জন্য।

